গৌরনদীতে গুদামের তালা ভেঙে সাত লক্ষাধিক টাকা চুরির ঘটনায় গতকাল রোববার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন হারুন অর রশিদ সুপার মার্কেটে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বরিশালের গৌরনদীর পরিবেশক ব্যবসায়ী মনিরুল ইসলাম সরদার জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত পণ্যে বিক্রির সাত লাখ ২২ হাজার ৩০০ টাকা ব্যাগের মধ্যে ভরে গত শনিবার রাতে মার্কেটের গোডাউনের ভেতরে কার্টনের মধ্যে রেখে তালাবদ্ধ করে বাসায় যান।
এক ইদিন রাতে গোডাউনের ভেতরে ঢুকে সংঘবদ্ধ চোরেরা শুধু টাকাগুলো নিয়ে যায়। গত রোববার সকালে মার্কেটে গিয়ে মার্কেটের প্রধান ফটক ও গোডাউনের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।