হোম > ছাপা সংস্করণ

সাতক্ষীরায় রাস্তায় আশ্রয়ণের ঘর নির্মাণ কাজের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় সরকারি নীতিমালা অনুসরণ না করে রাস্তায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি দলীয় নেতা ও স্থানীয়দের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

এ সময় সংসদ সদস্য রবি বলেন, ‘এটি অল্প জায়গা। আশ্রয়ণ প্রকল্পের ঘর হওয়ার অনুপযোগী। এখানে ২ শতক জায়গাও নেই। এই অল্প জায়গায় ঘর হতে পারে না। তা ছাড়া রাস্তার ওপর এই ঘর নির্মাণ করা হচ্ছে।’

সংসদ সদস্য রবি আরও বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের নকশা অনুযায়ী অন্যত্র খাস জমিতে ঘর নির্মাণ করা হবে। মানুষের চলাচলের পথ বন্ধ করে ও মানুষের ক্ষতি সাধন করে কোনোভাবে গৃহহীনদের আবাসন নির্মাণ করা হবে না।’

প্রসঙ্গত, আলিপুর মৌজার ১০৬৯৮ দাগে আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেনের বসতবাড়ির সামনের জায়গায় ম্যাপ অনুযায়ী দেড় কাঠা খাস জমি রয়েছে। ওই জমিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য উপজেলা প্রশাসনকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে। ঘর নির্মাণের নকশায় উল্লেখ আছে, ঘরের সামনে ও পেছনে ১০ ফুট করে জায়গা রাখতে হবে। সে জায়গাও নেই। তা ছাড়া সেখানে ঘর হলে প্রায় ২ হাজার মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাবে এবং সেখানে নকশা অনুযায়ী একটি ঘরও নির্মাণ সম্ভব নয় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ