চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কৃষকের জমিতে ১৩ কেজি ওজনের গড় আলু হয়েছে। ওই কৃষকের নাম মো. শুকুর আলী (৬০)। তিনি নাচোল বাসস্ট্যান্ড মোড় এলাকার বাসিন্দা।
কৃষক শুকুর আলী বলেন, গত দুই বছর আগে নওগাঁর নিয়ামতপুর উপজেলার মানিকচক গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী মোছাম্মৎ ছবি বেগমের কাছ থেকে ১টি গড় আলুর বীজ নিয়ে আসেন তিনি। এরপর নাচোল বাসস্ট্যান্ড মোড় আতাউর মিয়ার চাতালের পাশে তাঁর নানার জমিতে রোপণ করেন। প্রায় দুই বছর পর গত বুধবার বিকেলে গড় আলুটি উত্তোলন করলে বড় আকারের আলুটি দেখতে পান ওই কৃষক। পরে সেটি ওজন করলে ১২ কেজি ৯০০ গ্রাম হয়। এ সময় শুকুর আলী অতি উৎসাহিত হয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেন।