হোম > ছাপা সংস্করণ

ওবায়দুল কাদের এখন পুরোপুরি সুস্থ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন প্রায় পুরোপুরি সুস্থ আছেন। তবে অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও দুই-এক দিন হাসপাতালে রাখা হবে। এরপর তিনি বাসায় ফিরতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর সাংবাদিকদের এসব তথ্য জানান বিএসএমএমইউর উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বুকে ব্যথা নিয়ে গত মঙ্গলবার বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তাঁর চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়। ওই বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন উপাচার্য ডা. শারফুদ্দিন। গতকাল তিনি বলেন, ‘তিনি (কাদের) যখন হাসপাতালে এসেছিলেন, তখন তাঁর বুকে একটু ব্যথা ছিল, ডায়াবেটিস কিছুটা অনিয়ন্ত্রিত ছিল এবং হার্টেও একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে।’

সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠিত হওয়ার মতো কিছু ঘটেনি জানিয়ে এই চিকিৎসক আরও বলেন, ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তাঁর বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি দুই-এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ