মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও খননকাজ শুরু হয়েছে।
গতকাল শনিবার আড়িয়াল খাঁ নদের ৬ দশমিক ৩০০ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণ এবং ১৪ দশমিক ৭৫০ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
জানা গেছে, আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং শীর্ষক প্রকল্পের আওতায় নদের বাম তীরে সন্ন্যাসীরচর ইউনিয়নে ২ দশমিক ৮০০ কিলোমিটার, বহেরাতলা ইউনিয়নের ১ কিলোমিটার পথ, ডান তীরে শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের আড়াই কিলোমিটার সংরক্ষণ কাজ করা হচ্ছে। এ ছাড়া আড়িয়াল খাঁ নদের উৎরাইল হাট বাওরের ইনটেক চ্যানেল পর্যন্ত মোট ১৪ দশমিক ৭৫০ কিলোমিটার পথ খনন কাজ শুরু হয়েছে।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, যুগ্মসচিব এসএম রেজাউল মোস্তফা কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা প্রমুখ।