পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা বাজারে ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেনের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, কদমতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুন, কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান খান, ফারুক হোসেন প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিপুল ভোটে নির্বাচিত কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেনকে ভিত্তিহীন ও বানোয়াট মামলা দেওয়া হয়েছে। একটি ইউনিয়নে একজন চেয়ারম্যানের অনেক কাজ। চেয়ারম্যান ছাড়া ইউনিয়নে জনগণ তাদের সেবা পাচ্ছে না। তাই অবিলম্বে কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেনকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তারা।