‘আসুন আমরা আবর্জনা এবং সাম্প্রদায়িকতা দুটোই এখানে ফেলি।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থাপন করা নতুন ডাস্টবিনের গায়ে এমন কথা লেখা আছে। প্রাক্তন ছাত্রদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অস্ট্রেলিয়া শাখা এমন ডাস্টবিন দিয়েছে। ক্যাম্পাসজুড়ে তাদের আটটি ডাস্টবিন বসানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহীদুল্লাহ কলা ভবনের সামনে স্থাপিত একটি ডাস্টবিনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় তিনি বলেন, ‘আবর্জনা যেমন পরিবেশকে দূষিত করে, তেমনই সাম্প্রদায়িকতা মানুষকে ও সমাজকে দূষিত করে। তাই এই দুইটাকে যদি ঝেড়ে ফেলি, তাহলে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের মাধ্যমে সব সময়ের জন্য পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারব।’
এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, সহউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক তারিক জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও দেশ আমাদের অনেক দিয়েছে। এখন আমাদের উচিত বিশ্ববিদ্যালয় এবং দেশের ঋণ কিছুটা হলেও ফেরত দেওয়া। তাই এই উদ্যোগ নেওয়া।’
সংগঠনটির সভাপতি জুলফিকার আহমেদ বলেন, ‘সম্প্রতি দেখা যাচ্ছে দেশের আপামর জনগণের ধর্মভীরুতার সুযোগ নিয়ে একটা গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে। তাই আমাদের উদাত্ত আহ্বান, আসুন আমরা ধর্ম, বর্ণ, জাতি এবং রাজনীতির ঊর্ধ্বে থেকে সবাই মিলে আমাদের ভবিষ্যৎ পৃথিবী ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি।’