হোম > ছাপা সংস্করণ

উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী

কাউনিয়া প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, ‘দেশ ও এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের ধারা যেন ব্যাহত না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। এখানে সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার আছে।’

গত রোববার কাউনিয়ায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে উপজেলা সদরের গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মডেলের পথে। হিন্দু নারীরা যাতে পৈতৃক সম্পত্তির অংশীদার হয়, সেই আইন নিয়ে সরকার কাজ করছে।’

টিপু মুনশি আরও বলেন, ‘সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চুক্তি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী পাড়ের মানুষের দুর্ভোগ থাকবে না। নদীর দুইপাড়ে আর্থসামাজিক উন্নয়নে বাণিজ্যিক অঞ্চল গড়ে উঠবে।’

গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পুরোহিত পরেশ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাকিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় দুর্গা মন্দিরের প্রধান উপদেষ্টা কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, ইউএনও তাহমিনা তারিন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ