হোম > ছাপা সংস্করণ

পাঁচ দিনে দুইবার খসে পড়ল ছাদের পলেস্তারা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে আনুমানিক তিন হাত প্রশস্তের পলেস্তারা খসে পড়েছে। গত শনিবার রাত ১১টার দিকে জরুরি বিভাগের কাছে ভবনের প্রবেশপথের ছাদের ওই পলেস্তারা খসে পড়ে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে পাঁচ দিনে দুবার পলেস্তারা খসে পড়ল। এতে ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের পলেস্তারা খসে পড়ার পাশাপাশি ছাদের রড বেরিয়ে গেছে। যেকোনো সময় আরও পলেস্তারা খসে পড়ার শঙ্কা রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা নাছির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ৩ নভেম্বর ভবনটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির কাছে একইভাবে ছাদের পলেস্তারা খসে পড়ে। গত ২৩ আগস্ট বেলা ১১টায় ভবনের জরুরি বিভাগের সামনেও একইভাবে ছাদের পলেস্তারা খসে পড়েছিল। ক্রমাগতভাবে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগী ও সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ভবনের প্রায় সর্বত্র ছাদের পলেস্তারা খসে পড়ছে। ভবনের ভেতরে-বাইরে ফাটল দেখা দিয়েছে। দরজা-জানালার অবস্থাও বেহাল। ঝুঁকিপূর্ণ এ ভবনেই চলছে হাসপাতালের কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী জানান, ভবনটি ১৯৬৫ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ ৫৭ বছরের পুরোনো ভবনটিতে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটে চলেছে। যেকোনো সময় বড় দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় লিখিতভাবে জানানো হয়েছে। ভবনটির এতটাই বেহাল যে পুনর্নির্মাণ ছাড়া এর সংস্কার করে লাভ হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ