গবেষণা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইমেরিটাস অধ্যাপক এবং সাবেক উপাচার্য ড. এম. এ. সাত্তার মণ্ডল। এ ছাড়া আরও চারজন কৃষিবিদ চলতি বছর এই পদকে ভূষিত হচ্ছেন।
তাঁরা হলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, কৃষি বিজ্ঞানী কৃষিবিদ ড. এনামুল হক, কৃষিবিদ ড. শাহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর একুশে পদক পাচ্ছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাঁদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে গবেষণায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন ড. এম. এ. সাত্তার মণ্ডল।
অধ্যাপক সাত্তার মণ্ডল বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে ১৯৭৯ সালে পিএইচডি ডিগ্রি পান। এ ছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল স্টাডি সম্পন্ন করেন। পরে বাকৃবিতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
বাকৃবির ২১ তম উপাচার্য ছিলেন তিনি। বর্তমানে সিন্ডিকেট সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
অধ্যাপক সাত্তার মণ্ডল বলেন, এটি একটি জাতীয় পদক। আমি অত্যন্ত আনন্দিত এমন সম্মানজনক একটি পদক পেয়ে। এটি পাওয়ায় ভবিষ্যতে গবেষণা ও শিক্ষকতায় আমার দায়িত্ব ও কর্তব্যবোধ আরও বেড়ে গেল।