আনুশকা শর্মা সোশ্যাল মিডিয়ায় যা-ই করেন, ভাইরাল হতে সময় লাগে না। কখনো মেয়ে ভামিকার সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি, কখনো বিরাট-আনুশকার রোমান্টিক মুহূর্ত—ফেসবুক, ইনস্টাগ্রামে প্রতিদিনই কিছু না কিছু আপডেট দিতে থাকেন অভিনেত্রী। ভক্তরা হাজারো লাইক, কমেন্ট, শেয়ারে সেসব পোস্ট ভরিয়ে তোলেন।
এই মুহূর্তে আনুশকা শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। ভাইরালই বলা চলে। এই ভিডিওতে আনুশকার সঙ্গে বিরাট কোহলি নেই, আছেন রণবীর কাপুর।
তবে কোনো রোমান্টিক মুহূর্ত নয়, রণবীরকে একের পর এক কষিয়ে চড় মারছেন আনুশকা! সুন্দরীর হাতে চড় খেয়ে বেজায় চটেছেন ‘রকস্টার’। রাগের বশে একসময় বলেই ফেললেন, ‘সবকিছুর একটা লিমিট থাকে, এটা ইয়ার্কি নয়!’
যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, সেটি অনেক পুরোনো ভিডিও। করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ে এমন ঘটনা ঘটেছিল। ছবির দৃশ্যে বান্ধবীর কাছে ধোঁকা খেয়ে কাঁদবেন রণবীর আর আনুশকা তাঁর গালে মারবেন থাপ্পড়!
এই দৃশ্যের শুটিং একবারে ওকে হয়নি। প্রতিবারই আনুশকার হাতে থাপ্পড় খেতে হচ্ছিল রণবীরকে। শুটিং হলেও আনুশকা বেশ জোরেই মারছিলেন। তাতেই চটেছিলেন রণবীর। পরে অবশ্য রণবীরের কাছে ক্ষমা চেয়ে নেন আনুশকা।