হোম > ছাপা সংস্করণ

কেন্দ্রে পৌঁছতে দুর্ভোগ নিরাপত্তা কর্মীদের

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ভোটের নিরাপত্তা কর্মীদের ভোটকেন্দ্রে পৌঁছতে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় পড়তে হচ্ছে। কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের যাতায়াতের জন্য নির্ধারিত যানবাহন না থাকায় সড়কের অবৈধ যান নসিমন ও ভটভটিতে করে গন্তব্যে পৌঁছাতে হয় তাঁদের। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।

গতকাল শনিবার বিকেল উপজেলা পরিষদ চত্বরে সরেজমিন দেখা গেছে, ইউপি নির্বাচনের ভোট কেন্দ্রে পৌঁছতে প্রিসাইডিং কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়েছে নসিমন ও ভটভটি।

উপজেলার মোগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব পাওয়া প্রিসাইডিং কর্মকর্তা প্রভাষক এ এস এম আবদুল ওয়াহাব সরকার জানান, কলেজের প্রভাষক ও এসআই পদের কর্মকর্তাদের ভটভটি ও নসিমনে গাদাগাদি করে পরিবহন করা সত্যিই অসম্মানজনক। তা ছাড়া চলাচলও খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু রাষ্ট্রীয় কাজের কারণে তা মানতে হচ্ছে।

তিনি আরও বলেন, এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার ওপর রোববার ভোর ৫টার দিকে এই যানবাহনে করেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ব্যালট পেপার নিতে আসতে হবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম জানান, নির্বাচনে দায়িত্ব থাকা কর্মকর্তাদের ভোগান্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ