কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং–শামলাপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে সড়কের সোনালী ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদলের পিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।
ভুক্তভোগী আলী মুন্না বলেন, ‘শামলাপুর হয়ে হোয়াইক্যংয়ে ফিরছিলাম। সড়কের সোনালী ব্যাংক নামক এলাকায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গতিরোধ করে মুখোশধারী ডাকাতেরা লুট করছিলেন। আমিও ডাকাতদলের খপ্পরে পড়ি। তাঁরা আমার মোটরসাইকেলটি কেড়ে নেওয়া নিতে চাইলে আমি বাধা দিই। এ সময় তাঁরা আমাকে মারধর করেন। কিছু দুর থেকে স্থানীয় লোকজন টর্চ লাইট দিয়ে ডাকাতির ঘটনা দেখলেও কেউ সহায়তায় জন্য এগিয়ে আসেনি।’
হ্নীলা পশ্চিম সিকদারপাড়া গ্রামের প্রবাসী ফরিদুল আলম বলেন, পরিবারের ৩ সদস্য ডাকাতির শিকার হয়েছেন। তাঁদের থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।
প্রবাসী ভুক্তভোগী ইব্রাহিম বলেন, তাঁরা কক্সবাজার থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ডাকাতের কবলে পড়েন। মালামাল লুট করতে বাধা দিলে তাঁদের মেরে রক্তাক্ত করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বেশ কিছু সময় ছিলাম। কয়জন ডাকাতের কবলে পড়েছেন, সংখ্যাটা জানা যায়নি। তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোটরসাইকেল উদ্ধার বা ডাকাতদলের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
হোয়াইক্যং–শামলাপুর সড়কে মাঝে মধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন নজরদারি নেই। এই সড়কে পুলিশি টহলের দাবি জানিয়েছেন পথচারীরা।