মধুপুরের সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তার এতে সভাপতিত্ব করেন। বিদায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মহিষমারা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ গারো বাজার পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. ছানোয়ার হোসেন, বর্তমান প্রধান শিক্ষক সোলায়মান সেলিম, সুনামগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসার সভাপতি মো. আব্দুস সালাম, শিক্ষানুরাগী শেখ রুবেল হোসেন, মো. আবুল হাসান, শিক্ষক শামছুন নাহার, গোলাম মোস্তফা প্রমুখ।