বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান আনোয়ার হোসেনের নৌকা প্রতীকের মনোনয়ন কেড়ে নিলেন সানোয়ারা খাতুন। আনোয়ার হোসেন হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি প্রথমে দলীয় মনোনয়ন পেলেও নানা অভিযোগের কারণে সাফিনুর নাহারকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। সে সময় দলীয় প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ার হোসেন। আসন্ন নির্বাচনেও ঘটেছে একই ঘটনা। এবারও প্রথমে দলের পক্ষ থেকে তাঁকে নৌকা প্রতীক দেওয়া হয়। কিন্তু পরে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সানোয়ারা খাতুনকে মনোনয়ন দেওয়া হয়। গত সোমবার রাতে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৬ ইউপিতে ভোট হবে।
দলীয় সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর রাজশাহী ও রংপুর আওয়ামী লীগের বিভাগীয় সভায় উপজেলার ১৬ ইউপি থেকে প্রাথমিকভাবে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে হামিরকুৎসা ইউনিয়নের দলীয় প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনের নাম প্রকাশ করা হলে ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে স্বস্তি ফিরে আসে। সে অনুযায়ী, নির্বাচনী এলাকায় নৌকার প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন প্রচার ও গণসংযোগ শুরু করেন।
পরে শুক্রবার রাতে প্রার্থীর তালিকা পরিবর্তনের আভাস পাওয়া যায়। এরপর গত শনিবার দলের বোর্ড সভায় উপজেলার ১৬ ইউপির মধ্যে ১৪ ইউপিতে মনোনয়ন চূড়ান্ত করা হলেও হামিরকুৎসা ও যোগীপাড়া ইউনিয়নে প্রার্থী পরিবর্তনের জন্য স্থগিত করা হয়েছিল।
সবশেষ হামিরকুৎসা ইউনিয়নে আনোয়ার হোসেনের পরিবর্তে সানোয়ারা খাতুনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
সানোয়ারা খাতুন বলেন, ‘প্রার্থী পরিবর্তন করে প্রধানমন্ত্রী আমাকে হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।’