চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে আগুনে পুড়ে গেছে ৮টি বসতঘর। গত বুধবার রাত ১০টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী শাহের বাড়িতে এই আগুন লাগে। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, ওই বাড়িতে বসবাসকারীরা অত্যন্ত গরিব। বর্তমানে তাঁরা আকাশের নিচে বসবাস করছেন। অগ্নিকাণ্ডে ৮ পরিবারের আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত দশটার দিকে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দার নেভানোর চেষ্টা করেন। তবে এর মধ্যেই মুহাম্মদ এমরান, মুহাম্মদ মানিক, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ সোহেল, মো. জমির, আবদুল মুনাফ, মুহাম্মদ ইউসুফ ও মুহাম্মদ সেকান্দরের টিনশেড ঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) ডলার ত্রিপুরা বলেন, আনুমানিক ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।