হোম > ছাপা সংস্করণ

আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পাবে ৫০ পরিবার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ১১০টি ঘরের নির্মাণকাজ শেষে উপকারভোগীদের চাবি হস্তান্তর করা হয়েছে। এবার আরও ৫০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২১-২০২২ অর্থ বছরের গৃহ নির্মাণের তৃতীয় পর্যায়ের প্রস্তুতি সভা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ১১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে কলকলিয়া ইউনিয়নের গুঙ্গিরগাঁও ২৫, মোকামপাড়ায় ২৮, পাটলী ইউনিয়নে ১০, আশারকান্দি দয়ালনগরে ১৪ ও পাটকুড়া পাঁচটি।

এদিকে মীরপুর ইউনিয়নের শ্রীরামসিতে ১৮ এবং চিলাউড়া ইউনিয়নে ১০টি ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১০০ ঘর ও ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আরও ১০টি ঘর নির্মাণ করা হয়। এ ছাড়া তৃতীয় পর্যায়ে ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে আরও ৫০টি ঘর নির্মাণ করা হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঞা প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ