জগন্নাথপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ১১০টি ঘরের নির্মাণকাজ শেষে উপকারভোগীদের চাবি হস্তান্তর করা হয়েছে। এবার আরও ৫০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২১-২০২২ অর্থ বছরের গৃহ নির্মাণের তৃতীয় পর্যায়ের প্রস্তুতি সভা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ১১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে কলকলিয়া ইউনিয়নের গুঙ্গিরগাঁও ২৫, মোকামপাড়ায় ২৮, পাটলী ইউনিয়নে ১০, আশারকান্দি দয়ালনগরে ১৪ ও পাটকুড়া পাঁচটি।
এদিকে মীরপুর ইউনিয়নের শ্রীরামসিতে ১৮ এবং চিলাউড়া ইউনিয়নে ১০টি ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১০০ ঘর ও ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আরও ১০টি ঘর নির্মাণ করা হয়। এ ছাড়া তৃতীয় পর্যায়ে ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে আরও ৫০টি ঘর নির্মাণ করা হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঞা প্রমুখ।