হোম > ছাপা সংস্করণ

স্পিডবোট-নৌকা সংঘর্ষে যুবক নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে পণ্যবোঝাই নৌকার সংঘর্ষে আতিকুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার মনতলা নৌঘাটে এই দুর্ঘটনা ঘটে। আতিক উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের কালন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার গোকর্ণ ঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী স্পিডবোটটি নবীনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ দিকে ইঞ্জিনের নৌকাটি নবীনগর ঘাট থেকে ছেড়ে কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর যাচ্ছিল। মনতলা নামক স্থানে বুড়ি নদীর মাঝখানে ইঞ্জিনের নৌকাটি স্পিডবোটকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, নদীর মাঝপথে একটি খনন যন্ত্র থাকায় স্পিডবোটটি নৌকাটিকে সাইড দিতে স্টার্ট বন্ধ করে দেয়। কিন্তু নৌকাটি অতিক্রমের সময় স্পিডবোটকে ধাক্কা দিলে ওই যাত্রীর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত আতিকুর রহমানের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সকালে নিহতের বাড়ি গিয়ে নগদ ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। রাতেই নৌকাটিকে জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাঝি কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ