ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চে টানানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় মো. সবুজ ও মো. গোলাপ নামে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। গতকাল সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান করার জন্য মঞ্চ তৈরি করা হয়। মঞ্চে ব্যানার টানানোর পর সবুজ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানারটি ছিঁড়ে ফেলেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গত রোববার তাঁদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ বলেন, ‘বিদ্যালয়ের বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়। তাই তাঁদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।’
তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আশরাফ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’