হোম > ছাপা সংস্করণ

নবীনগর মুক্ত দিবস আজ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর হানাদার মুক্ত দিবস আজ। টানা ৬ দিন যুদ্ধের পর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মঙ্গলবারে পাকিস্তান সেনাদের কবল থেকে নবীনগর সদরকে মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। তখন থেকেই ইতিহাসের এই দিনটিকে নবীনগরবাসী শ্রদ্ধাভারে স্মরণ করেন।

জানা যায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর উপজেলার মহল্লা গ্রামে নবীনগর সদরকে মুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হন। ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের একটি দল পাক সেনা কবলিত নবীনগর সদরকে মুক্ত করার লক্ষ্যে ধীরে ধীরে অগ্রসর হয়ে উপজেলার কড়ইবাড়ী গ্রাম হয়ে ৮ ডিসেম্বর ইব্রাহিমপুর গ্রামে অবস্থান নিয়ে আক্রমণের নীল নকশা করেন।

পরে ৯ ডিসেম্বর নবীনগর সদরের দক্ষিণের মাঝিকাড়া গ্রাম থেকে ও সদরের উত্তর দিক থেকে পৃথকভাবে আমাদের বীর সৈনিকেরা দুটি দলে বিভক্ত হয়ে আক্রমণ শুরু করেন। ১০ ডিসেম্বর শত্রুরা পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের কাঠের দোকানসহ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেন। ১৩ ডিসেম্বর মিত্রবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নিকটবর্তী হরণগ্রাম থেকে নবীনগর পাক সেনাদের অবস্থানের ওপর উপর্যুপরি কামানের গোলা নিক্ষেপ করে। এতে নবীনগর বড় বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরোনো মঠসহ কয়েকটি সরকারি অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ওই দিন মাঝিকাড়া গ্রামে যুদ্ধরত কনিকাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুছ সালাম শহীদ হন। অবশেষে ১৪ ডিসেম্বর নবীনগর হাইস্কুলসহ পুরো নবীনগরকে পাকিস্তানিদের কাছ থেকে মিত্রবাহিনীরা শত্রুমুক্ত করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ