চীনের পিপলস লিবারেল আর্মি ভারত সীমান্তে একটি দূরপাল্লার এইচ-৬কে বোমারু বিমান মোতায়েন করেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, পিপলস লিবারেল আর্মির ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় চ্যানেল চায়না সেন্ট্রাল টেলিভিশনে একটি ফুটেজ সম্প্রচার করেছে, যাতে দেখা গেছে, একটি পর্বতের ওপর দিয়ে এইচ-৬কে বোমারু বিমান উড়ে যাচ্ছে। পর্বতমালাটি হিমালয় নির্দেশ করছে।
সূত্র জানায়, ‘পিপলস লিবারেল আর্মির পক্ষে চীন-ভারত সীমান্তে এইচ-৬কে উড্ডয়ন করা খুব সহজ, কারণ বিমানটি ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে. . ।’
এদিকে পিএলএ বোমারু বিমান মোতায়েনের প্রতিক্রিয়ায় ভারতীয় বিমানবাহিনী লাদাখ, সিকিম এবং অরুণাচল প্রদেশে নিজেদের বিমানঘাঁটিতে মিগ-২৯ ইউপিজি এবং এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান পাঠিয়েছে।