হোম > ছাপা সংস্করণ

বিষ দিয়ে ৮০ শতাংশ জমির আমন ধান নষ্ট

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষ প্রয়োগ করে এক কিষানির ৮০ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ উঠেছে সাবেক স্বামী শাহজাহান মিয়ার (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার রাতে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন নুরুন্নাহার (৪০)। উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শাহজাহান মিয়া হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। জানা গেছে, তিন বছর আগে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার শাহজাহানের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বনিবনা না হওয়ায় তিন মাস আগে স্বামীকে তালাক দেন তিনি। এর পর থেকে আবারও সংসার করতে চাপ দিয়ে নুরুন্নাহারকে নানা হুমকি-ধমকি দিতে শুরু করেন শাহজাহান। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন নুরুন্নাহার। পরে গত বুধবার বিকেল থেকে নুরুন্নাহারের বর্গা নিয়ে চাষ করা ৮০ শতাংশ জমির পাশে শাহজাহানকে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরদিন সকালে জমির ফসল বিনষ্ট অবস্থায় দেখতে পান নুরুন্নাহার। এ সময় জমির পাশে বিষসহ পলিথিনও খুঁজে পান তিনি।

ভুক্তভোগী নুরুন্নাহার বলেন, ‘আমার সাবেক স্বামী প্রায়ই আইসা হুমকি-ধমকি দিত। অহন তো আমার শেষ সম্বল জমির ধানও বিষ দিয়া নষ্ট কইরা দিছে। আমি এর বিচার চাই।’

উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুম আমীন বলেন, সরেজমিনে ধানখেত পরিদর্শন করেছি। ওই জমিতে পোস্ট ইমারজেন্স আগাছানাশক প্রয়োগ করা হয়েছে। এতে জমির অধিকাংশ ধানই নষ্ট হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে শাহজাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ