দিনাজপুরে পরিবেশ দূষণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুরে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস।
সংস্থার পরিচালক ভিক্টোর লাকড়ার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র প্রভাষক কিশোর কুমার অধিকারী, এসইউপিকের নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন, রাইস মিলের পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান, ইউপি সদস্য লক্ষ্মী রানি দেব প্রমুখ।