নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর হালিশহর থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল (বাইক) কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে বাইকটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তরুণেরা হলেন মো. মেহেদী হাসান মুন্না (২১) ও মো. নাঈম হোসেন (১৮)।
হালিশহর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, গত ২৪ অক্টোবর ভোরে হালিশহরের বড়পোলে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ৫ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে গতকাল মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।