গফরগাঁও প্রতিনিধি
গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের দুই মসজিদ থেকে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্র ও শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে দিঘীরপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খানের বাড়ির মসজিদ থেকে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এদিকে শনিবার রাতে একই গ্রামের ব্যাপারী বাড়ির মসজিদ থেকে চুরি হয়। এ সময় মাইক, অ্যামপ্লিফায়ার, ব্যাটারি, ঘড়ি ও দানবাক্স চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, পুলিশ চোর চক্রকে ধরতে চেষ্টা করছে।