হোম > ছাপা সংস্করণ

দোকান ও বাড়িতে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্পত্তি ও দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই জনপ্রতিনিধির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ছাড়া ৭টি দোকান ও দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার বড় কুমিরা বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

দোকানের মালিক দাবিদার নিশান বলেন, ‘আমাদের মালিকানাধীন দোকানগুলো স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন, মতিন ও নয়নসহ কয়েকজন জোরে দখল করার চেষ্টা করেন। তাঁরা ব্যর্থ হয়ে রাতে আমাদের ৭টি দোকান ও দুটি গাড়ি ভাঙচুর করেন। পরে আগুন লাগিয়ে দেন।’

এদিকে দোকানগুলো স্থানীয় বাসিন্দা জগলুল হোসেন নয়নের দাবি করে স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন ও সাবেক ইউপি সদস্য মো. মতিন বলেন, ‘নিশান জগলুলের দোকানগুলো দখলে নিতে দুই সপ্তাহ ধরে বহিরাগত সন্ত্রাসী দিয়ে চেষ্টা করছেন। ব্যবসায়ীদের সরে যেতে হুমকি দিচ্ছেন। কিন্তু তাঁরা সরে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার রাতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালান। আমরা পুলিশে খবর দিলে, তাঁরা বাড়ি থেকে সরে গিয়ে ৭টি দোকান ও দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগে আগুনে ৭টি দোকান, মালামাল ও দুটি গাড়ি পুড়ে গেছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জায়গার দোকান নিয়ে দুপক্ষের মধ্যে মামলা চলছে। এর মধ্যে গত শুক্রবার রাতে ৭টি দোকান ও দুটি গাড়ি ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ