হোম > ছাপা সংস্করণ

৫ লাশের পরিচয় শনাক্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরশহরের বিআইআরএস নামের প্লাস্টিক কারখানায় গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত করেছেন স্বজনেরা। গতকাল বুধবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে থানা-পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লার মৃত আফসার উদ্দিনের ছেলে আব্দুল খালেক শাহ (৫০), কোমল দোগাছি মহল্লার লুৎফর রহমানের ছেলে শিশু শ্রমিক শিহাব (১৩), সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে শাহজাহান আলী (২৮), ছাতনী গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে বেলাল হোসেন তালুকদার (৫৫) ও উপজেলার পাহালোয়ান পাড়া গ্রামের হাসান আলীর ছেলে শিশু শ্রমিক ইমন (১৫)। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শিহাব ও ইমন নামে দুই শিশু শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিশুশ্রম আইনে মামলা করা হয়েছে কি না সে বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, ইউডি মামলার মধ্যেই রয়েছে ওই দুজন।

এদিকে গতকাল দুপুরে সরেজমিন নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। নিহত শিশু শ্রমিক শিহাবের চার ভাই বোন। এর মধ্যে শুধু শিহাবই ছিল স্বাভাবিক। অপর ভাই-বোনেরা শারীরিক প্রতিবন্ধী। তাঁদের বাবা লুৎফর রাইস মিলে শ্রমিকের কাজ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ