বয়স তোমার যতই হোক না কেন, মুক্তিযুদ্ধের গল্প শুনতে ভালো লাগে না এমন তো নয়। আর যারা বিকেল কাটাও বই পড়েই, তাদের জন্য একটা বইয়ের খোঁজ আছে। বইয়ের নাম ‘একাত্তরের বিচ্ছুবাহিনী’। এই বইয়ে বীরপ্রতীক খেতাব পাওয়া এগারোজন কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধে অংশগ্রহণের সাহসী বর্ণনা পাবে। ভেবে অবাক হবে, যখন তাদের মায়ের কোল ঘেঁষে গল্প শোনার কথা, তখন তারা দেশ স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলেছিল। গায়ে তাদের রাইফেল তোলার শক্তি নেই, কিন্তু তাদের অসাধ্য কিছুই ছিল না।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা অনেকেই জানি না কিশোর বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়।
জানি না তারা কীভাবে বীরের মতো যুদ্ধ করেছে। আর তাদের ত্যাগের কথা জানার জন্যই শিশুসাহিত্যিক আশিক মুস্তাফা লিখেছেন ‘একাত্তরের বিচ্ছুবাহিনী’ বইটি। বইটি পড়লে জানতে পারবে বড়দের পাশাপাশি কীভাবে ছোটরাও অসীম সাহস নিয়ে দেশের জন্য লড়াই করেছিল।
তোমাদের জন্য বইটি প্রকাশ করেছে ইকরিমিকরি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। বইয়ের ভেতরে এগারোজন শিশু-কিশোর মুক্তিযোদ্ধার ছবি এঁকেছেন তাপস সরকার। দাম মাত্র ১৪০ টাকা। বইটি ইকরিমিকরির ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে সংগ্রহ করতে পারবে।