হোম > ছাপা সংস্করণ

বাবা-মায়ের পর এবার মেয়ের জয়

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টির হ্যাটট্রিক জয় হয়েছে। এই ইউনিয়নে একই পরিবারের টানা তিনবার তিনজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমে বাবা, তারপর মা এবং এবার মেয়ে সাফিয়া পারভীন নির্বাচিত হয়েছেন।

গত রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ও মৌতলার দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

এর আগে, সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ২২ হাজার ১০৯ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ১৫৪ জন ভোট দেন। ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙল প্রতীকে জাপার প্রার্থী সাফিয়া পারভীন পেয়েছেন ৭ হাজার ২৩৮ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত (স্বতন্ত্র) জিএম রবিউল্লাহ বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট। মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রওশান কাগুজী পেয়েছেন ৬৪৩ ভোট।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে লাঙল প্রতীকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর নিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচনে মোশাররফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচিত হন। আর গত রোববারের নির্বাচনে মোশাররফ হোসেনের মেয়ে সাফিয়া পারভীন লাঙল প্রতীকে নির্বাচিত হলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ