বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০২১ উপলক্ষে শোভাযাত্রা ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের আকুরটাকুরপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে এ কর্মসূচি করা হয়। জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নার্গিস আক্তার বলেন, ‘বিশ্ব অ্যান্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী নানা কার্যক্রম চলবে। বিশেষ সপ্তাহ শেষ হবে ২৪ নভেম্বর। কার্যক্রমের মধ্যে রয়েছে সচেতনতামূলক সভা, শোভাযাত্রা, প্রচারপত্র বিতরণ, ব্যানার বাড়ানোসহ বিভিন্ন কর্মসূচি।
এরই অংশ হিসেবে গতকাল সচেতনতামূলক সভা ও শহরে শোভাযাত্রা বের করা হয়। সকালে জেলা কার্যালয় মিলনায়তনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ওপর সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে শতাধিক কেমিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউনানী ওষুধ কোম্পানির মালিক শামিম ও সাইফুল। জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহসভাপতি এনামুল হক শাহিন, প্রদীপ সরকার, প্রশান্ত পাল চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দোকানে অবাধে বিক্রি হচ্ছে এসব ওষুধ। এতে করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে।