হোম > ছাপা সংস্করণ

ছাত্রলীগের কমিটিতে বিবাহিত ও অছাত্ররা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্রদের দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। কমিটি গঠনে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মানা হয়নি বলে অভিযোগ করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতারা।

এদিকে যোগ্যতার মূল্যায়ন না করায় ১১ সদস্যের নবগঠিত আংশিক কমিটির দুই নেতা পদত্যাগ করেছেন। অযোগ্য ও পরিশ্রমের মূল্যায়ন না করায় ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরাও।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে কমিটি ঘোষণা করা হলেও সবার মতামত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। কমিটিতে সভাপতি করা হয় আশ্রাউল জামান ইমনকে ও সাঈদুর রহমানকে সাধারণ সম্পাদক।

কমিটি ঘোষণার পর ওই রাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা। সম্মেলন এবং কোনো ধরনের আলোচনা ছাড়াই রাজধানী ঢাকা থেকে রাতের আঁধারে দেওয়া হয়েছে কমিটি। এই কমিটি গঠনে বিপুল টাকার বিনিময় হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। এমনকি বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রী উপেক্ষা করে অছাত্র এবং বিবাহিতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বিবাহিত বলে অভিযোগও করেন একাধিক নেতা।

তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র ফয়সাল আহমেদ বলেন, ‘নবগঠিত কমিটির সভাপতি অছাত্র। তাঁর বয়স ৩২ বছর। আর সাধারণ সম্পাদক বিবাহিত। সাঈদুর রহমান বাদাঘাট গ্রামে বিয়ে করেন। তাঁর বিয়ের বিষয়টি এলাকাবাসী জানেন।’

তাহিরপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হায়দার বলেন, ‘কোনো ধরনের সম্মেলন বা আলোচনা ছাড়াই ঢাকায় বসে কমিটি করা হয়েছে। এই কমিটি টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। এই কমিটি অবৈধ। তৃণমূলের পরিশ্রমী ও যোগ্য নেতা-কর্মীদের মূল্যায়ন করে নতুন করে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ গঠন করা দাবি জানাচ্ছি।’

তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্র না মেনেই কমিটি করা হয়েছে। এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে তৃণমূলের অনেক ছাত্রনেতাই চেনেন না। এই কমিটি সম্পূর্ণ অবৈধ।’

এদিকে নবগঠিত তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটিকে অবৈধ উল্লেখ করেই গতকাল বুধবার দুই নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা নেতারা হলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রাহাত ও যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ বলেন, ‘টাকার বিনিময়ে রাতের আঁধারে বিবাহিত ও অছাত্রদের দিয়ে কমিটি করা হয়েছে। কমিটিতে যোগ্য ও পরিশ্রমীদের মূল্যায়ন করা না হওয়ায় পদত্যাগ করেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ