কিশোরগঞ্জের ভৈরবে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। গতকাল শনিবার সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা শাখার উদ্যোগে ছাত্রসেনা ও যুবসেনা এই শোভাযাত্রা করে। ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড থেকে বের হয়ে দুর্জয় মোড় হয়ে ভৈরববাজার প্রদক্ষিণ করে মাতৃসদনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শায়েখ আল্লামা আবু সুফিয়ান, যুগ্ম সাংগঠনিক সচিব কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, কিশোরগঞ্জ জেলা যুবসেনার সভাপতি বিল্লাহ হোসেন জেহাদী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আল কাদরী, ছাত্রসেনার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আল কাদরী, সাংগঠনিক সম্পাদক তাফসির আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপজেলা শাখার সভাপতি খন্দকার দ্বীন ইসলাম প্রমুখ।