শিবচরে মাহাবুবুর রহমান নামের এক বিকাশকর্মীকে পিটিয়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর বাজার সংলগ্ন জোড়াব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মাহাবুবুর রহমান নামের ওই বিকাশকর্মী শিবচর থেকে বিকাশের টাকাসহ বহেরাতলা ইউনিয়নের সিঙ্গাপুর মোড় এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সিঙ্গাপুর মোড়ের কিছু দূরে জোড়াব্রিজ এলাকায় এলে একটি ভ্যানে করে আসা কয়েকজন যুবক তাঁর পথরোধ করে মাথাসহ শরীরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা অপর যুবকেরা তাঁকে রাস্তায় ফেলে রেখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত বিকাশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’