কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য অনুষ্ঠানের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুকের (২০) মৃত্যু হয়েছে।
গত রোববার রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে শুরু হওয়া ঝিনুকের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা রাতে শেষ হয়। দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ‘নিহত যুবকের দাদার শেষকৃত্য সম্পন্নের পরেই বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুক মারা গেছেন।’