বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের অধীনে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপি তাদের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না।’ যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
মারুফ হোসেন বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই। কিন্তু জনগণের এই প্রাণের দাবিকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা হবে।