হোম > ছাপা সংস্করণ

অস্ত্রসহ গ্রেপ্তার ৩১ নেতা-কর্মীর জামিন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নে ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশ্যে জড়ো হওয়ার পর অস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ ও ছাত্রলীগের ৩১ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাঁদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, আসামিদের কাছে অস্ত্র পাওয়া না গেলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত ২৮ নভেম্বর ভাদুরসহ রামগঞ্জের ১০ ইউপিতে ভোট হয়। ভোটের আগের রাতে ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি বাড়িতে বহিরাগতরা সশস্ত্র অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়।

এ সময় পাশের একটি বাসা থেকে দেশীয় অস্ত্রসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। ২৮ নভেম্বর র‍্যাবের দায়ের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নৌকার প্রার্থী জাবেদ হোসেনের পক্ষে ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যেই তারা ওই বাড়িতে অবস্থান নেয়। এর মধ্যে পাঁচজন কারাগারে থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশ্যে তাঁরা একটি বাড়িতে জড়ো হয়েছিলেন। গ্রেপ্তারের পরদিন তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। র‍্যাবের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি এজাহার দাখিল করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ