হোম > ছাপা সংস্করণ

বাড়িতে গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন মেয়র

পলাশ প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার ভোটারদের আবারও দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটারদের। তিনি গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তুষার ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ভোটের আগে যেভাবে ভোট প্রার্থনা করেছেন ভোটারদের কাছে, বিজয়ী হওয়ার পর ঠিক সেভাবেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কৃতজ্ঞতা জানাতে। গতকাল শুক্রবার পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নবনির্বাচিত মেয়রের এই কাজে ভোটারেরা অবাক হয়েছেন।

ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের ভোটার রেজাউল করিম বলেন, ‘সত্যিই অবাক হয়েছি। তুষার ভোটের আগে এসে ভোট চেয়েছেন। বিজয়ী হওয়ার পরও কৃতজ্ঞতা জানাচ্ছেন আমাদের কাছে এসে! চাইছেন সার্বিক সহযোগিতাও। এমন মেয়রই আমরা চেয়েছিলাম।’

ঘোড়াশাল বাজারের চা দোকানি আমিন মিয়া বলেন, ‘মেয়র আমার কাছে এসে কৃতজ্ঞতা জানিয়েছেন। ফুটপাতে বসে চাও খেয়েছেন।

নবনির্বাচিত মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, ‘সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি।  নির্বাচনের আগে যেভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম। এখন বিজয়ী হওয়ার পর তাঁদের কাছে যাচ্ছি কৃতজ্ঞতা জানাতে।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ