খুলনা মহানগরীর খালিশপুর থেকে নর্দান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মহুয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ওই ছাত্রীর নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত আলী জানান, গত মঙ্গলবার রাগ করে দুপুর ও রাতে কোনো খাবার খান না মোসাম্মাত মহুয়া খাতুন। রাতে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর গত বুধবার দুপুরে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ দরজা ভেঙে মহুয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহুয়া বাগেরহাট সদর থানার শাহাদাত হোসেনের মেয়ে। মহুয়ার মা মারা যাওয়ার পর তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর খালিশপুর নানা বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন তিনি।