হোম > ছাপা সংস্করণ

ঝুঁকিপূর্ণ ভূমি অফিস ভবন, জনবল সংকট

আকাশ আহমেদ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। প্রায় সব দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি সময় বসার জায়গা থাকে না। ভিজে নষ্ট হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। রয়েছে জনবল সংকট। এতে সেবাগ্রহীতাদের পোহাতে হয় চরম ভোগান্তি।

সরেজমিনে দেখা গেছে, পদুয়া ইউনিয়নে রাজার হাট এলাকায় পাহাড়ের ওপর ভূমি অফিসটির অবস্থান। রাস্তা থেকে খাঁড়া পাহাড়ে উঠতে হয়। সিঁড়ি নেই। বৃষ্টিতে সময় ভূমি অফিসে যেতে গিয়ে অনেকেই পড়ে আহত হন।

পদুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। দেয়ালগুলোতে ফাটল ধরেছে। এখানে পানির কোনো ব্যবস্থা নেই। নলকূপটি ৫ বছর আগে নষ্ট হয়ে গেছে। পানির অভাবে নিত্যপ্রয়োজনীয় কোনো কাজ করা যায় না। পানির জন্য বাজারে যেতে হয়।

রফিকুল ইসলাম আরও বলেন, ‘অফিসে পর্যাপ্ত জনবল নেই। সাতজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আছি মাত্র তিনজন। ফলে সেবাগ্রহীতাদের প্রত্যাশা অনুয়ায়ী সেবা দেওয়া সম্ভব হয় না।’

খাজনা দিতে আসা দুধ পুকুরিয়া গ্রামের বৃদ্ধ আজমত আলী বলেন, ‘আগেও দুই দিন এসেছিলাম। তফসিলদারকে না পেয়ে ফিরে গেছি। দারোয়ান বলেছেন, বাইরে গেছেন। আজ ১২টায় এসে তাঁকে পেয়েছি। তিনি খাজনার রসিদ কেটে দেবেন বলেছেন।’

পদুয়া গ্রামের মদন তালুকদার বলেন, নামজারি খতিয়ান সৃজনের আবেদন করেছি অক্টোবরের শেষ সপ্তাহে। এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাঠানোর নিয়ম থাকলেও দেড় মাসেও প্রতিবেদন পাঠানো হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী বলেন, প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে ইউনিয়ন ভূমি অফিসের ভবনগুলি নির্মাণ করা হচ্ছে। পদুয়া ইউনিয়ন ভূমি অফিসে একটি নলকূপ বসানোর বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য অফিস উদ্যোগ নিয়েছেন। জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ