হোম > ছাপা সংস্করণ

ফেসবুকে ছবি দেখে নারীর লাশ শনাক্ত করল পরিবার

বাঘা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধারের পরে রাতেই তাঁর পরিচয় মিলেছে। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দেখে ও লোক মারফত জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর পরিচয় শনাক্ত করেন পরিবারের লোকজন।

ওই নারীর নাম জয়ন্তী বালা (৬৩)। তিনি ছিলেন উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর হিন্দুপাড়া গ্রামের মৃত নিরঞ্জন সরকারের স্ত্রী।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিমে সড়কের পাশে এক নারীকে পড়ে থাকতে দেখেন ভ্যান চালক ও হরিরামপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম। তিনি ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাঁর মরদেহ দেখে পরিচয় শনাক্ত করেন পরিবারের লোকজন।

এ বিষয়ে বাঘা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধারের পর বুধবার রাতে তাঁর পরিচয় মিলেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ