বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে বাঁশখালী পৌরসভার ভিলেজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এ সময় একটি দেশীয় তৈরি এলজি, চারটি গুলি ও একটি সুইচ গিয়ার ছোরা জব্দ করা হয়েছে।
রফিকুল ইসলাম পৌরসভার দক্ষিণ জলদীর বাসিন্দা।
বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন বলেন, রফিকুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।