হোম > ছাপা সংস্করণ

আমন কাটার উৎসবে কৃষকেরা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে মাঠজুড়ে আমন কাটার উৎসবে মেতেছেন কৃষকেরা। কেউ কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। অন্যরা ধান নিয়ে যাচ্ছেন বাড়ির উঠোনে। দম ফেলার ফুরসত নেই। মহাব্যস্ততায় দিন কাটছে এ অঞ্চলের কৃষকের।

চলতি আমন মৌসুমে উপজেলার ৫টি ইউনিয়নে ১ হাজার ১২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে। ফলনও ভালো, তাই চাষি পরিবারে বইছে খুশির হাওয়া।

এবার চাষ করা জাতগুলোর মধ্যে আছে ব্রি-ধান ৭৩, ব্রি-ধান ৭৫, ব্রি-ধান ৮০, বিন্নি, কালিজিরাসহ আরও ৫-৬ জাতের ধান, জানান কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে।

মধুসূদন দে আরও জানান, এ বছর ফলনের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৭২৫ মেট্রিক টন হলেও আশা করা হচ্ছে ধান কাটা শেষে এ লক্ষ্য ছাড়িয়ে যাবে।

গতকাল মঙ্গলবার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় দেখা গেছে, কৃষকেরা আনন্দ-উৎসবে ধান কাটছেন। এ সময় কৃষক অংচাথোয়াই মারমা, কৃষক চিংচাইমং মারমা জানান, এ মৌসুমে তাঁরা ১০ হেক্টর জমিতে ধানের আবাদ করেছেন। কৃষি বিভাগের পরামর্শে অন্য বছরের তুলনায় এ বছর ফলন অনেক ভালো হয়েছে।

রাইখালী কারিগরপাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাইখালী ইউনিয়নে ৩৮৫ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। এখন পুরোদস্তুর কাটামাড়াই চলছে। লক্ষ্যমাত্রা ১ হাজার ৬১৭ মেট্রিক টন হলেও আশা করছি তা মাত্রা ছাড়িয়ে যাবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ