হোম > ছাপা সংস্করণ

পদ্মায় ধরা পড়ল ১২ কেজির কাতল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। গতকাল বুধবার ভোর সাড়ে ৬টার দিকে গোয়ালন্দের পদ্মা নদীর কলাবাগান থেকে স্থানীয় জেলে সবুজ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। সেখান থেকে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘কাতল মাছটি সরাসরি ডাকের মাধ্যমে কিনেছি। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।’

জেলে সবুজ হালদার বলেন, ‘আমরা বুধবার ভোর রাতে মাছ ধরতে নদীতে যাই। ভোর সকাল ৮টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পরেছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছেন বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যেত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ