হোম > ছাপা সংস্করণ

মাঠ দখল শিক্ষার্থীদের হাতাহাতিতে আহত ১৬

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়ের সামনের খেলার মাঠটি আবার দখলে নিয়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠের চারদিকে লাগানো কাঁটাতারের বেড়া ও স্থাপনা উচ্ছেদ করে মাঠটি দখলে নেয়।

এ সময় হাতাহাতি-ধস্তাধস্তিতে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন বলে দাবি করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন। এ ঘটনায় সখীপুর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, ১৯৮৫ সাল থেকে উপজেলার বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয়-সংলগ্ন খেলার মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের ৩ একর ৬৮ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছিল। স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম ওই জমি নিজের দাবি করে আদালতে মামলা করেন। সম্প্রতি ওই মামলায় হাইকোর্ট নূরুল ইসলামের পক্ষে রায় দেন। গত ২৪ জুলাই আদালত বিদ্যালয়ের মাঠ ও বন বিভাগের বহেড়াতৈল বিট কার্যালয়টি উচ্ছেদ করে মামলার বাদী নূরুল ইসলামকে জমির দখল বুঝিয়ে দেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম নবু বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার কথা বিবেচনা করে ন্যায্যমূল্যে মাঠের জমিটুকু কিনতে জমির মালিক নুরুল ইসলামকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনোভাবেই মাঠ ছাড়তে রাজি হননি। গতকাল শিক্ষার্থীরা মাঠের দাবিতে মানববন্ধন করতে চাইলে নুরুল ইসলামের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, শিক্ষার্থীসহ চারজন আহত হন।

দ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা থেকেই ওই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও এ মাঠে হয়। অর্ধশত বছরের পুরোনো এ খেলার মাঠটি বেড়া দিয়ে দখলে নেওয়ায় এক মাসের বেশি সময় ধরে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে। গতকাল সকালেও শিক্ষার্থীরা মাঠ ‘রক্ষায়’ মানববন্ধন করতে গেলে প্রতিপক্ষের লোকজন বালু ও মরিচের গুঁড়া দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। পরে তিনি এ বিষয় থানায় অভিযোগ দেন।

ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, স্কুল মাঠে ঘর বাড়ি নির্মাণ ও গাছ রোপণ করায় আমরা খেলাধুলা করতে পারছি না। খেলার মাঠ ফিরে পেতে আমরা বিভিন্ন সময় মানববন্ধন করেছি। আজকে মাঠ খেলতে পেরে ভালো লাগছে।

জমির মালিক নুরুল ইসলাম বলেন, মাঠের জমি নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তারা ৮৭ শতাংশ চায়, তিনি ৬০ শতাংশ দিতে চেয়েছেন। কিন্তু গতকাল কয়েকজন লোক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নির্মাণ করা তাঁর দুটি বাড়ি ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ওই বাড়িতে বাস করা ১২ জন আহত হয়েছেন। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ