এক পা দিয়ে লিখে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ফজলু রহমানকে সংবর্ধনা ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে ফজলুকে দৌলতপুর ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা এবং তাঁর হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওই কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, উপাধ্যক্ষ ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সমাজসেবক মামুন বিশ্বাসসহ কলেজের সব কর্মকর্তা।
ফজলু রহমান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। জন্ম থেকেই তাঁর দুটি হাত ও একটি পা নেই।
তবে এ নিয়ে তিনি পড়ালেখা চালিয়ে গেছেন। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার এক পা দিয়ে লাফিয়ে লাফিয়ে মিটুয়ানী উচ্চবিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করেছেন। তাঁকে স্কুলে নিয়ে যেতেন ছোট বোন আসমা। এক পা দিয়ে লিখে বেলকুচির দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-২.৭৫ পেয়ে পাস করেন।