হোম > ছাপা সংস্করণ

তুরস্কের সরকারি বৃত্তি

রকিবুল হাসান রবিন

জ্ঞান-বিজ্ঞানচর্চায় তুরস্কের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশের হাজারো শিক্ষার্থী তুরস্কে পড়াশোনা করছেন। প্রতিবছর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি, উচ্চতর গবেষণা প্রোগ্রাম, খেলাধুলা প্রভৃতি প্রোগ্রামে তুরস্কের সরকার আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয়। সাধারণত প্রতিবছরের শুরুতে বৃত্তির আবেদনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সুযোগ-সুবিধা

তুরস্কের সরকারি বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী নিচের সুযোগ-সুবিধা পাবেন।

g আবাসন খরচ: বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীর আবেদন খরচ সম্পূর্ণ ফ্রি। অধিকন্তু হলে সকাল ও রাতের খাবার সম্পূর্ণ ফ্রি। যদি কেউ ক্যাম্পাসের বাইরে থাকতে চান, তাহলে তাঁকে আবাসন খরচ দেওয়া হবে।

g টিউশন ফি: বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ও পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি।

g চিকিৎসার খরচ: দেশটির জনস্বাস্থ্য ইনস্যুরেন্সের আওতায় শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় মেটানো হয়। যেকোনো রোগে আক্রান্ত হলে তুরস্কের সরকার সম্পূর্ণ বিনা খরচে তাঁর সম্পূর্ণ চিকিৎসা করবে।

g ভ্রমণ খরচ: তুরস্কের সরকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে আসা-যাওয়ার জন্য বিনা মূল্যে দুটি টিকিট পাঠায়। তবে কেউ স্বেচ্ছায়ও টিকিট সংগ্রহ করতে পারেন। পরে দুটি টিকিটের সমপরিমাণ অর্থ সরকার শিক্ষার্থীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।

ভাষাগত দক্ষতা: তুরস্কের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে তুর্কি ভাষায় পড়াশোনা হয়। তবে কিছু বিশ্ববিদ্যালয়ে ইংরেজিসহ অন্যান্য ভাষায় শিক্ষা দেওয়া হয়। ইংরেজি ভাষায় পড়তে আগ্রহী হলে আবেদনকারীকে আইইএলটিএস, জিআরই, জিমেট, টোফেল প্রভৃতি আন্তর্জাতিক পরীক্ষার সার্টিফিকেট জমা দিতে হবে।

তুরস্কে পড়াশোনার সময় শিক্ষার্থীকে অবশ্যই তুর্কি ভাষা শিখতে হবে। অন্য কোনো ভাষা জানলেও নির্দিষ্ট ভাষা শিক্ষার সেন্টার থেকে শিখতেই হবে। তবে ভাষা শিক্ষা কোর্স সম্পূর্ণ ফ্রি।

আবেদনের প্রক্রিয়া

তুর্কি বৃত্তির আবেদনপত্র সম্পূর্ণ ফ্রি। নির্দিষ্ট ওয়েবসাইট থেকে বৃত্তির জন্য আবেদন করতে হয়। ওই ওয়েবসাইট ছাড়া কোনো প্রতিষ্ঠানে বৃত্তির জন্য আবেদন করলে কেউ নির্বাচিত হবেন না।

আবেদনের ন্যূনতম শর্তাবলী

বর্তমানে তুরস্কে উচ্চশিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। একজন আবেদনকারীকে ন্যূনতম নিচের শর্তগুলো পূরণ করতে হবে।

g স্নাতক প্রোগ্রামে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।

g স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি প্রোগ্রামের জন্য ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে।

g স্বাস্থ্যবিজ্ঞান মেডিসিন, দাঁত, ফার্মেসি প্রভৃতি বিষয়ে ৯০ শতাংশ নম্বর পেতে হবে।

বয়সের শর্ত

g স্নাতক প্রোগ্রামের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ২১।

g মাস্টার্স প্রোগ্রামের জন্য ন্যূনতম বয়স ৩০।

g ডক্টরাল (পিএইচডি) প্রোগ্রামের জন্য ন্যূনতম বয়স ৩৫।

বৃত্তির জন্য নির্বাচনের প্রক্রিয়া অনলাইনে আবেদনের পরে বৃত্তির জন্য তিনটি ধাপে একজন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। সব কাগজপত্র জমা দেওয়ার পরে কর্তৃপক্ষ প্রাথমিক যাচাই-বাছাই করে। তারপর একটি সাক্ষাৎকার নেওয়া হয়। মূলত সাক্ষাৎকারে ভালো করতে পারলে বৃত্তি পাওয়া তুলনামূলক সহজ হয়। এরপর চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

তুরস্কের সব বিশ্ববিদ্যালয়ই মানসম্মত। তবে এর মধ্যে কয়েকটি সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে–মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, আঙ্কারা।

বোয়াজিসি ইউনিভার্সিটি, ইস্তাম্বুল।

ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি, ইস্তাম্বুল। আঙ্কারা ইউনিভার্সিটি, আঙ্কারা। গাজি ইউনিভার্সিটি, আঙ্কারা।

লেখক: রকিবুল হাসান রবিন

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ