হোম > ছাপা সংস্করণ

গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে গণপিটুনিতে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বক্তাবলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহসিন ও তোফাজ্জল। এর আগে গত মঙ্গলবার রাতে নিহত আলমগীর হোসেনের স্ত্রী মিনু আক্তার (৩২) বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওমর ফারুকসহ ১৮ জনের নাম উল্লেখ্য এবং অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত আলমগীরের সঙ্গে ইউপি সদস্য ওমর ফারুকের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে গত সোমবার বেলা সাড়ে ১১টায় অভিযুক্তরা আলমগীরকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আলমগীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে লালমাটিয়ায় একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে আলমগীর মারা যায়।

তবে স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ওমর ফারুকের সঙ্গে আলমগীরের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে সোমবার সকালে ওমর ফারুককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে আলমগীর। খবর পেয়ে আলমগীরের সমর্থক ও স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে পরদিন তিনি মারা যান।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সুকান্ত দত্ত বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ