পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নে জলাতঙ্ক রোগে আক্রান্ত শিয়ালের কামড়ে তিন শিশু আহত হয়েছে। সেই সঙ্গে দুটি গরু আক্রমণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার হামলাকারী একটি শিয়াল পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
আহত তিন শিশু হলো ইউনিয়নের জামালপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে সোহেল রানা (১৬), রন্জু মিয়ার ছেলে সাকিব মিয়া (৭) ও আনারুল ইসলামের ছেলে নাহিদ মিয়া (১৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার রাতে চাচা সোহেল ও ভাতিজা সাকিব স্থানীয় লালদীঘি মেলা থেকে বাড়িতে ফেরার পথে শিয়াল আক্রমণ করে। প্রাণীটি সাকিবকে আক্রমণ করে। তাকে বাঁচাতে সোহেল এগিয়ে আসলে তার পাশাপাশি নাহিদকেও প্রাণীটি আক্রমণ করে। পরে আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন শুক্রবার সকালে জামালপুর গ্রামে দুটি গরুও শিয়ালের আক্রমণের শিকার হলে এলাকাবাসী ধাওয়া করে প্রাণীটিকে পিটিয়ে হত্যা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এটি জলাতঙ্ক রোগে আক্রান্ত খ্যাঁকশিয়াল। এর আক্রমণের শিকার ব্যক্তিদের অবশ্যই প্রতিষেধক নিতে হবে।