হোম > ছাপা সংস্করণ

বিমানবন্দরে সোনা উদ্ধার মামলায় সাক্ষ্যগ্রহণ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সাত বছর আগে বিমানের সিটের নিচ থেকে সোনার বার উদ্ধারের মামলায় কাস্টমস কর্মকর্তাসহ দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। একই মামলায় আহম্মেদ আদনান নামের এক আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

মামলায় সাক্ষ্য দিয়েছেন বিমানবন্দরের তৎকালীন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম ও স্বর্ণ পরীক্ষক স্বপন চৌধুরী।

মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় আজকে (গতকাল মঙ্গলবার) দুজনসহ পাঁচজন আদালতে সাক্ষী দিয়েছেন। এদিকে আসামি আদনান উচ্চ আদালত থেকে দুই সপ্তাহর অন্তর্বর্তী জামিন পান। উচ্চ আদালত তাঁকে দুই সপ্তাহ পর মহানগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করেছি। আদালত তাঁরা জামিন নামঞ্জুর করেছেন।’

২০১৪ সালের ২৫ মার্চ দুবাই থেকে একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের সিটের নিচ থেকে সোনার ৯২৩টি বার উদ্ধার করে কর্তৃপক্ষ। এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় মামলা করা হয়। পরে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ