নড়াইলের লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনুর ছেলে এস এম কামরুল (কামরান) চতুর্থ ধাপের নির্বাচনে বিজয়ী হয়েছেন। লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তিনি। বাবা উপজেলা চেয়ারম্যান আর ছেলে ইউপি চেয়ারম্যান। তবে তাঁদের মধ্যে মিল হচ্ছে দুজনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
জানা যায়, সিকদার আব্দুল হান্নান রুনুকে বিগত লোহাগড়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। পরে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রায় একইভাবে গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে রুনুর ছেলে এস এম কামরুল (কামরান) আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আনিছুর রহমান (নৌকা) ও অপর স্বতন্ত্র প্রার্থী মো. দাউদ হোসেনকে পরাজিত করে বিজয়ী হন।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, এস এম কামরুল (কামরান) আট হাজার ২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. দাউদ হোসেন (আনারস) প্রতীক পেয়েছেন ৮ হাজার ১৭৫ ভোট। ৮৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হন তিনি।
উল্লেখ্য, তবে গতবার লাহুড়িয়া ইউপি নির্বাচনে এস এম কামরুল নৌকা প্রতীক পেলেও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দাউদ হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় পিতার মতোই স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।